ধুমধাম সহকারে উদ্বোধন হয়ে গেল উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটের সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশতম গণেশ পুজো।

 


News Fact:

 Kolkata 6th September :


ধুমধাম সহকারে উদ্বোধন হয়ে গেল উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটের সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশতম গণেশ পুজো। 


উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার বলেন, "সমাজের সব শ্রেণীর মানুষের ভিতরের অশুভ শক্তির বিনাশ ঘটাতে হবে। সেই জায়গায় শুভ শক্তি এসে যদি সমাজের ভাঙন পূরণ করে, তাহলে আগামী প্রজন্মের জন্য একটা সুশীল সমাজ আমরা রেখে যেতে পারবো।"



সিদ্ধি বিনায়ক স্পোটিং ক্লাবের কর্মকর্তা প্রিয়াঙ্ক পান্ডে বলেন, "সিদ্ধিদাতা গণেশের পুজোর মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষের পাশে থাকার চেষ্টা করি।"


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা, ভূতনাথ মন্দিরের প্রধান পুরোহিত গণেশ ঠাকুর, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, কলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি পিয়াল চৌধুরী, প্রযোজক বিজয়প্রসাদ গোয়েল ও সমাজকর্মী প্রবন্ধ রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

Comments

Popular posts from this blog

পহেলা বৈশাখ ও অক্ষয় তৃতীয়াকে মাথায় রেখে তানিস্ক নিয়ে এলো এক ঝাঁক নতুন গয়না কালেকশন

हलदर ग्रुप ने 100 वर्षों की उत्कृष्टता का जश्न मनाया, एक सदी की कृतज्ञता और उपलब्धियों का सम्मान किया

Poila Boishakh Gems: Embracing Prosperity with Forevermark Jewellery