বৃন্দাবন মাতৃ মন্দিরের সদস্যদের উদ্যোগে হয়ে গেল খুঁটি পুজো এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান
News Fact:
গত 15 ই আগস্ট আলোকচিত্র প্রদর্শনী ও আজ 18 ই আগস্ট রবিবার দুর্গাপুজোর খুঁটি পূজো ও কৃতি ও মেধাবী ছাত্র ও ছাত্রীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে মা দুর্গার পূজোর হলো সুকিয়া স্ট্রিট এর বৃন্দাবন মাতৃমন্দিরের পূজো প্রাঙ্গনে। এবছর মোট 41 জন মেধাবী ও কৃতি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয়।
উল্লেখ্য এবছর রনি রায় ও পিঙ্কি রায়ের স্মৃতিতে ওনাদের পরিবারের পক্ষে এবং ওয়েস্ট বেঙ্গল সর্বোদয় ট্রাষ্ট এর পক্ষ থেকে দুটো স্কলারশিপ প্রদান করা হয়, অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব মাননীয় অশোক দেব,কুনাল ঘোষ, দিবাকর চক্রবর্তী,বদল সরকার, সঞ্জয় রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সাফল্যের পেছনে বৃন্দাবন মাতৃমন্দিরের অক্লান্ত পরিশ্রমী সদস্যদের অবদান অনস্বীকার্য।

Comments
Post a Comment