তুলির টানে তার প্রথম দফায় রবি পূজার আয়োজন করে ছিল প্রাঙ্গণে
News Fact:
মঙ্গলবার তুলির টানে তার প্রথম দফায় রবি পূজার আয়োজন করে ছিল প্রাঙ্গণে। একটু অন্য রকম বাচ্চাদের ও তাদের মায়েদের নিয়ে ছোট্ট প্রোগ্রাম টি বেশ বর্ণাঢ্য ছিল। বিশেষ অতিথি রূপে ছিলেন চিত্র শিল্পী ও সাংবাদিক mrityunjay Roy.. পুরো অনুষ্ঠানে শিক্ষিকা মিঠু kritika কণিকা khub সুন্দর vabe ওদের তৈরী করেছে. sreekkoni.archan.anusha.
saheli..sriyanka.mesheeta..
sivangini..adrija. ওরা এবং বাকিরা খুবই ভালো করেছে। নূপুর দেবীর পরিচালনা। তার রিসার্চ work কার্য করি হয়েছে তিনি দাবি রাখেন।


Comments
Post a Comment