Posts

Showing posts from April, 2025

পহেলা বৈশাখ ও অক্ষয় তৃতীয়াকে মাথায় রেখে তানিস্ক নিয়ে এলো এক ঝাঁক নতুন গয়না কালেকশন

Image
  News Fact: কলকাতা, ১২ এপ্রিল ২০২৫: উৎসবের মরসুম মানেই নতুন আশা, আনন্দ আর শুভ সূচনার একটা আলাদা খুশির আমেজ। এই আবহে, পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে, বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যকে সম্মান জানিয়ে টাটা গোষ্ঠীর অন্তর্গত ভারতের বৃহত্তম জুয়েলারি ব্র্যান্ড তনিশ্ক্‌, নিয়ে এসেছে এক এক্সক্লুসিভ বালা কালেকশন—‘কঙ্কনকথা’। 'কঙ্কনকথা' নামটিতেই লুকিয়ে আছে আবেগ, আত্মপরিচয় ও বাংলার বালার চিরন্তন মূল্যবোধ। এই সংগ্রহে উঠে এসেছে বাঙালি নারীর জীবনের এক অধ্যায়, যেখানে বালা শুধু অলঙ্কার নয়, বরং ভালোবাসা, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক।  গ্রীষ্মকালীন বিয়ের মরসুমে, এই কালেকশন হবু কনেদের কাছে যেমন এক আবশ্যিক সংগ্রহ, তেমনই প্রেম ও ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করা প্রত্যেক নারীর জন্য এক বিশেষ সম্পদ। সুচারু কারুকাজ, কালজয়ী নকশা ও শিল্পসৌন্দর্যের অপূর্ব মিশ্রণে তৈরি এই কালেকশনটি সম্প্রতি তাজ বেঙ্গলে, বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তীর উপস্থিতিতে উন্মোচিত হয়েছে কলকাতার। এই কালেকশনের প্রতিটি বালা যেন এই ঋতুর আবেগকে তার নিখুঁত নৈপুণ্যে তুলে ধরে।  এই অপূর্ব কালেকশনটি বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্...