Posts

Showing posts from March, 2024

নবতারা ফাউন্ডেশনের ৫ম বার্ষিক সেমিনার, সেবামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হল

Image
 News Fact: ২৩শে মার্চ, মোহিত মৈত্র মঞ্চে নবতারা ফাউন্ডেশনের ৫ম বার্ষিক সেমিনার, সেবামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হল । নবতারা মূলত জ্যোতিষ শিখা কেন্দ্র সাথে এনজিও এর মাধ্যমে সমাজ সেবামূলক বহু কাজ করে।নবতারা ফাউন্ডেশনের পরিচালক, অধ্যক্ষ গৌরব ত্রিবেদী এবং সহ-অধ্যক্ষ, পরিচালক প্রিয়াঙ্কা সরকার ঘোষের উদ্যোগে বার্ষিক সেমিনার সেবামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক গুণী জন, শান্তি দাস, স্বর্ণালী সরকার, লাজবন্তী রায়, নিকোলা গোমস, দেবোপম সরকার, প্রবীর সরকার, সৌরভ চন্দ এবং আরও অনেকে। মহারাজ কাঞ্চের মন্দিরের স্বামী সত্যপ্রকাশনন্দজির হাত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও  অন্ধ মেয়েদের, প্রতিবন্ধী শিশুদের, বৃদ্ধাশ্রম, সুবিধাবঞ্চিত ছাত্রদের সাহায্য করা হয়েছে এদিন। রিদম্ ড্যান্স ক্রিয়েশন গ্রুপের দ্বারা দশাবতার নৃত্য পরিবেশন সবার মন কেড়েছে। এদিনের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন লাবণ্য দত্ত।

হোলির প্রাক্কালে মুখরাম কানোরিয়া রোডের 'শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণজী ও অন্যান্য দেবদেবী'-র মন্দির থেকে এক ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করা হয়

Image
  News Fact:  কোলকাতা (২৩ মার্চ '২৪):- উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হোলির প্রাক্কালে আজ হাওড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মুখরাম কানোরিয়া রোডের 'শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণজী ও অন্যান্য দেবদেবী'-র মন্দির থেকে এক ধর্মীয় শোভাযাত্রা বেরিয়ে কোলকাতার সত্যানন্দ পার্কের কাছে এসে শেষ হয়।  শোভাযাত্রাকে কেন্দ্র করে বেলা ১২ টার পর থেকে বেশ কিছুক্ষণ সময় রবীন্দ্র সেতুর উপর ভক্ত সমাগমের ভীড় পরিলিক্ষত হয়। শোভাযাত্রা চলাকালীন ভক্তবৃন্দগণ বিভিন্ন রঙের আবীর খেলতে থাকে। বলে রাখা ভালো, গত ১৯ মার্চ থেকে উৎসব উপলক্ষ্যে ভক্তগণের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ললিতকুমার বাঘেলা জানিয়েছেন, "১৮৮৪ সালে এই মন্দির স্থাপনা হয়েছিল। পশ্চিমবঙ্গের এই মন্দিরের পাশাপাশি ভারতের অন্যান্য প্রদেশেও আমাদের জনহিতকর কর্মকাণ্ড চলে আসছে।"

বিখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী পদ্মশ্রী গীতা চন্দ্রন কলকাতায় মারগাম-এর পরিবেশন করবেন এটি পারফরম্যান্স এবং কর্মশালার একটি গ্রুপ

Image
  News Fact: কলকাতা, ২০মার্চ, ২০২৪: কলকাতার ভরতনাট্যম সম্প্রদায় উত্তেজনায় পরিপূর্ণ কারণ রাজীব সাহা এবং মৌমিতা চ্যাটার্জির নেতৃত্বে ইউডিওকে পারফর্মিং আর্টস বিশ্বখ্যাত দিল্লি-ভিত্তিক ভারতনাট্যম শিল্পী, পণ্ডিত এবং কোরিওগ্রাফার, পদ্মশ্রী গুরু গীতা চন্দ্রন কে স্বাগত জানানো হচ্ছে। তার শক্তিশালী মারগাম পারফরম্যান্স ২১শে মার্চ ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যা ৬:০০ টায় জ্ঞান মঞ্চ, কলকাতায় এবং একটি দুদিনের ভরতনাট্যম কর্মশালা শুক্র ও শনিবার, ২২ এবং ২৩শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০০ টায় পদাতিক নৃত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে।     ২১ তারিখে গীতা চন্দ্রনের অভিনয় নৃত্য/শুদ্ধ নৃত্য এবং অভিনয়/অভিব্যক্তি উভয় ক্ষেত্রেই তার বিখ্যাত দক্ষতা প্রদর্শন করবে। পারফরম্যান্সের হাইলাইট হবে বর্ণম যা যেকোনো ভরতনাট্যম পারফরম্যান্সে সবচেয়ে জটিল কোরিওগ্রাফি। গীতা প্রয়াত গুরু কে এন দণ্ডায়ুধপানি পিল্লাই রচিত আদি তালমে করহরপ্রিয়া রাগম বর্ণম নৃত্য পরিবেশন করবেন। তিনি দণ্ডায়ুধপানি পিল্লাই-এর ছোট ভাই গুরু কে.এন. দক্ষিণামূর্তি পিল্লাই দ্বারা প্রশিক্ষিত। বর্ণম পণ্ডিত করাইকুদি কৃষ্ণমূর্তি দ্বারা রচিত কর্কশ জাথি থারম...

জন্ম নিল নতুন রাজনৈতিক দল অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা

Image
  News Fact: কোলকাতা (২০ মার্চ '২৪):-'অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা' নামে নতুন এক রাজনৈতিক দলের জন্ম দিল অনুকূল চন্দ্র-র ধর্মীয় সংস্থা 'সৎসঙ্গ'। আজ কোলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে 'অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা'-র জাতীয় অধ্যক্ষ বিভাসচন্দ্র অধিকারী সাংবাদিকদের জানান, "সৎসঙ্গ-ই আমাদের চালিকাশক্তি।" সাংবাদিক সম্মেলনে 'অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা'-র সাংগঠনিক সাধারণ সম্পাদক বিভাস ব্যানার্জী জানিয়েছেন, "আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জঙ্গিপুর, হাওড়া (সদর), হুগলি, কৃষ্ণনগর সহ আরো অন্তত সাতটা আসনে আমাদের দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। এর সাথে সাথে পশ্চিমবঙ্গ বিধানসভার আওতাধীন বরাহনগর বিধানসভা কেন্দ্রে যে উপ নির্বাচন হবে সেখানেও আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।"  বলে রাখা ভালো, ছ'জন প্রার্থীর নাম ঘোষণার সাথে সাথে সাংবাদিকদের সাথে পরিচয়ও করিয়ে দেওয়া হয়।  সাংবাদিক সম্মেলনে 'অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা'-র জাতীয় অধ্যক্ষ বিভাসচন্দ্র অধিকারী আরো জানান, "হিন্দু মহাসভার অবিসংবাদিত নেতা প্রয়াত শ্য...

প্রেমের মাসে প্রেমের গানের দৃশ্যে মন মাতাবে বনমালী মিউজিক ভিডিও

Image
 News Fact: প্রেমের মাসে প্রেমের গানের দৃশ্যে মন মাতাবে বনমালী মিউজিক ভিডিও। জ্যোতি মিউজিক ও জে ডি প্রোডাকশনের পরিচালনায় মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ হল ‘বনমালী' সহ আরো তিনটি মিউজিক ভিডিও , 'ও প্রিয়া', 'লাভ ক্যাপাচিনো' ও "বল মন বল’। নতুন গায়ক  ও গায়িকাদের কণ্ঠে আসছে এই রোমান্টিক গানগুলি। বনমালীর গায়িকা শালিনী মুখার্জি। "ও প্রিয়া" মিউজিক ভিডিওতে কন্ঠ দিয়েছেন শান্তনু দে সরকার। এছাড়া "লাভ ক্যাপাচিনো" তে গায়ক  রুদ্র সরকার ও "বল মন বল" এর সংগীত শিল্পী সুমন ভৌমিক। এছাড়াও রয়েছে এক ঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী , মৈনাক -হিয়া চক্রবর্তী, প্রমিত- শ্রেয়া ,সুমিত- পূবালী, ও বিনয়-সুস্মিতা প্রমূখ। গানটির মিউজিক পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর অশোক ভদ্র। সঙ্গীত জগতের কিংবদন্তি মিউজিক ডিরেক্টর ও তরুণ প্রতিভাদের সম্মিলিত প্রয়াসে এই মিউজিক ভিডিও । মিউজিক ভিডিওর পরিচালনা করেছেন সৌরদীপ্ত চৌধুরী ও ক্রিয়েটিভ হেড সান চক্রবর্তী।

শিক্ষায় গতি আনতে শিক্ষকদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির পাঠ

Image
  News Fact:  এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির  মাধ্যমে প্রায় সব ক্ষেত্রেই কাজের অগ্রগতি অতি দ্রুত হচ্ছে । একইভাবে সমস্ত কাজকে নিখুঁত করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে যাতে শিক্ষা ব্যবস্থার আরো উন্নতি ঘটানো যায় এ বিষয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও প্রিন্সিপালদের নিয়ে একটি অভিনব কর্মশালা অনুষ্ঠিত হলো সল্টলেকের হরিয়ানা বিদ্যামন্দিরে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির বিভিন্ন প্রয়োগ তুলে ধরেন আইআইটি খড়্গপুরের প্রাক্তনীরা। এডুডাইম,স্টেমপাওয়ার্ড, মেন্টর্স-ফার্স্ট-এর মাধ্যমে শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের  আনার জন্য এ আই এর ব্যবহারে তারা বিশ্বাসী বলে জানালেন কোম্পানিগুলির সি ই ও রাজীব আগরওয়াল। সংস্থাগুলির কো ফাউন্ডার ও সিওও  শুভময় বক্সী বলেন, শিক্ষার জগতকে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যে  পুনর্নির্মাণ করা হচ্ছে সেটি এদিনের প্রশিক্ষনে তুলে ধরা হয়। আমরা আশাবাদী শিক্ষায় এই কৃত্রিম বুদ্ধিমত্তার  ব্যবহার  শিক্ষকদের আরও নতুন রকম ভাবে প্রশিক্ষিত করবে এবং শিক্ষার্থীদের একটি মজাদার  নতুন  উপায়ে শিক্ষা গ্রহণ করতে উদ্বুদ্ধ কর...

ফায়ারফ্লাইস কলকাতার শীর্ষস্থানীয় ফ্যাশন এবং লাইফস্টাইল প্রদর্শনীর ১৪তম সংস্করণ

Image
  News Fact: Kolkata, 16th March, 2024:  ফায়ারফ্লাইস, কলকাতার উন্নতমানের ফ্যাশন এবং লাইফস্টাইল ইভেন্টের ১৪ তম সংস্করণ অনুষ্ঠিত হল আজ তাজ বেঙ্গল কলকাতায়। অনুষ্ঠানটির থিম ছিল "Drench in Luxury"। একদিনের প্রদর্শনীটি ফ্যাশন উৎসাহী এবং সেলিব্রিটিদের ভিড়ে জমে উঠেছিল। ফায়ারফ্লাইসমূলত মিসেস প্রীতি আগরওয়াল, মিসেস স্নেহা তাপদিয়া, মিসেস সালোনি ভালোটিয়া, এবং মিসেস শীলপি গোয়েল দ্বারা সংগঠিত - ফ্যাশন এবং লাইফস্টাইলে সৃজনশীলতা এবং নিপুণতার ভিত্তিতে তাদের আবেগ দ্বারা গঠিত বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সদস্যদের একটি দল।  প্রদর্শনীটি বিভিন্ন সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে আলোকিত হয়ে উঠেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তনুশ্রী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, রিচা শর্মা, মুমতাজ সরকার, মৌবানি সোকার, মল্লিকা ব্যানার্জী, সায়ন্তনী গুহঠাকুরতা, শ্রেয়া পান্ডে, ফলক রশিদ রায়, শুভমিতা ব্যানার্জী, রিতা ভিমানী, সুদর্শন চক্রবর্তী, সোনাল রবি শ্রীবাস্তব, পৌলোমি পোলো দাস, জেসিকা গোমস সহ আরও অনেকে। ফায়ারফ্লাইস৬৫ টিরও বেশি কিউরেটেড স্টল সমন্বিত বিচক্ষণ ক্রেতাদের জন্য ভিন্ন স্বাদের স্টাইল এবং ওয...

"হাউজ্যাট সিক্স ২০২৪"- এর চ্যাম্পিয়ন রেড পারফরমার্স

Image
 News Fact: অনুষ্ঠিত হলো শিল্পী ও সাংবাদিকদের ক্রিকেট কার্নিভাল "হাউজ্যাট সিক্স ২০২৪, সিজন ৪ - হাম ভি খেল সাকতে হ্যায়"। ১৬ মার্চ শনিবার, বাঁশদ্রোনীর রাইফেল গ্ৰাউন্ডে আয়োজিত এই প্রতিযোগিতায় 'বি কে নিউজ' কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় 'রেড পারফরমার্স '। সীমিত ওভারের নক আউট এই ক্রিকেট প্রতিযোগিতায় এস.এন মিডিয়া, বি.কে নিউজ, রেড পারফরমার্স ও ম্যাড অ্যাবাউট ক্রিয়েশনস্ - এই চারটে দল অংশগ্রহন করে। ম্যাড অ্যাবাউট ক্রিয়েশনস্ তৃতীয় স্থান অধিকার করে।  রেড পারফরমার্স-এর সৌম্য বিশ্বাস 'ম্যান অফ দ্য সিরিজ' ও বর্ণালী মিত্র 'ওম্যান অফ দ্য সিরিজ' নির্বাচিত হয়েছেন। 'ম্যাড অ্যাবাউট ক্রিয়েশনস্' -এর  নেহা দাস উদীয়মান মহিলা খেলোয়াড়ের পুরস্কার পান। রেড পারফরমার্স এর শ্রীজা মুখোপাধ্যায় পেয়েছেন সেরা ম্যানেজারের পুরস্কার। সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই ক্রিকেট কার্নিভাল এবছর পরিচালনা করেন চেয়ারম্যান পারমিতা ব্যানার্জি, সিজন অ্যাম্বাসাডর পলিমা ভদ্র, চিফ হোস্ট রিভা দাস ও সিজন কো-অর্ডিনেটর কাকলী মন্ডল।  'রেড পারফরমার্স' এর অধিনায়ক বর্ণালী মিত্র ও ম্যা...

মুক্তির প্রহর গুনছে 'এস থ্রি এন্টারটেনমেন্ট' নিবেদিত বাংলা কাহিনীচিত্র 'ছোট্ট পিকলু'।

Image
Need Fact: কোলকাতা (১৬ মার্চ '২৪):- মুক্তির প্রহর গুনছে 'এস থ্রি এন্টারটেনমেন্ট' নিবেদিত বাংলা কাহিনীচিত্র 'ছোট্ট পিকলু'। 'ছোট্ট পিকলু'-র নির্দেশক সোমনাথ ভট্টাচার্য জানিয়েছেন, "আগামী ২২ মার্চ মুক্তি পাবে 'ছোট্ট পিকলু'।" গতকাল কোলকাতা প্রেস ক্লাবে এই কাহিনীচিত্রের সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করে 'এফ এম ডি মিউজিক'-এর ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রমেশ ভাণ্ডারী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আশা করি এই গানগুলো সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করবে।" সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'ছোট্ট পিকলু'-তে কণ্ঠ দানকারী একাধিক কণ্ঠসঙ্গীত শিল্পী। এই কাহিনীচিত্রের প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "কোরনা অতিমারির সময় বিশ্বের সর্বত্র লকডাউনের প্রভাবে জনজীবন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার এক অন্যতম জীবন্ত দলিল হয়ে উঠতে পারে এই কাহিনীচিত্র। লকডাউনের সময় অন্য অনেকের মতোই কাজ হারিয়েছিলেন পিকলুর অভিভাবক। সেই সময়ের বেশ কিছু জীবন্ত সত্য কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই কাহিনীচিত্রে।"